সাতক্ষীরায় ভূয়া চিকিৎসক ডাঃ পঞ্চানন মহলী আটক।।

দ্বারা zime
০ মন্তব্য 216 দর্শন

♣♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরায় ভূয়া চিকিৎসক ডাঃ পঞ্চানন মহলী কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকালে শহরের এসপি বাংলোর সামনে ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসফিয়া সিরাত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এমওডিসি ডাঃ জয়েন্ত কুমার সরকার।এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান এই ভূয়া চিকিৎসক ১৯৮৬ সাল থেকে সাধারন মানুষকে চিকিৎসার নামে প্রতারনা করে আসছে।
ইতিপূর্বে ২০০৯ সালে খুলনায় মোবাইল কোর্টের অভিযানে তিন মাস কারাদ্বন্ড প্রাপ্ত হন। পরে চিকিৎসক মহামান্য সুপ্রিম কোটে রিট পিটিশন মামলা এক আদেশ বলে তিনি ১৯ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত চিকিৎসা প্রদান করতে পারবেন। এর পরবর্তীতে তার প্রাকটিস করার কোন বৈধতা নেই। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন ডাঃ পঞ্চনন নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চর্ম, যৌন, এলার্জি, ও বন্ধার্ত্ব রোগীর চিকিৎসা প্রদান করেন। প্রকৃত পক্ষে তার কোন সার্টিফিকেট নেই। পরে মুচলিকা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
সূত্রঃদৃষ্টিপাত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন