সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স হাসপাতালে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও শ্রশাসন) সজিব খান।
জেলা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক আজ ৭ আগষ্ট ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ৮ টা থেকে আনুষ্ঠানিক ভাবে করোনার গণটিকা দান কর্মসূচির আওতায় পুলিশ লাইন্স হাসপাতালে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: সজিব খান।এসময় স্বাস্থ্য বিধি মেনে পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা করোনার টিকা গ্রহণ করেন।
এবিষয়ে বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর ইউসুফ আলী জানান,প্রথম দিন ৭০ জন পুলিশ সদস্যকে করোনার টিকা দেওয়া হয়েছে।আরো ৫০ জন পুলিশ সদস্য বাকী টিকা নিতে বাকি আছে পুলিশ লাইন্সে। তিনি আরো জানান, আগামীকাল ও এটি প্রদান কার্যক্রম চলবে।
টিকা কার্যক্রম উদ্বোধন কালে অতিরিক্ত পুলিশ সুপার হেড হোয়াটার ইকবাল হোসেন,বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,ডিআই-১ মিজানুর রহমান, আরও -১ আহমেদ আলী উপস্থিত ছিলেন।