৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ পালিত হবে।।

দ্বারা zime
০ মন্তব্য 193 দর্শন

 

আগামী ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ পালিত হবে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি।’’
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে ৩০ মার্চ শনিবার সকাল ৯ টায় ঢাকার সদরঘাট টার্মিনালস্থ সুন্দরবন-১০ লঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও নৌ র‌্যালীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নৌ নিরাপত্তা সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ৩ এপ্রিল সিরডাপ মিলণায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

(মোঃ জাহাঙ্গীর আলম খান)
সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
নৌপরিবহণ মন্ত্রণালয়





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন