সাতক্ষীরার আকাশনীলা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন; আইজিপি!!

দ্বারা zime
০ মন্তব্য 292 দর্শন

 

সিটিজেন জার্নালিস্ট (জিমি):সাতক্ষীরার আকাশনীলা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন পুলিশ প্রধান আইজিপি ড.জাবেদ পাটোয়ারী(বিপিএম)বার।।শুক্রবার সকালে জেলা প্রশাসন, সাতক্ষীরা কর্তৃক পরিচালিত সুন্দরবনভিত্তিক পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন আইজিপি।ভ্রমনকালে আইজিপি আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারের বিভিন্ন নজরকাড়া  শিল্পকার্য পরিদর্শন করেন তিনি।বিশেষ করে আবদুস সামাদ এ্যাকুরিয়াম ফিস গ্যালারী আইজিপি মহোদয়ের নজর কেড়েছে।প্রাকৃতিক ভাবে তৈরি সবুজে-শ্যামলে গড়ে উঠা পর্যটন সেন্টারটি সুন্দরবনের গা ঘেষে তৈরি করার জন্য দেশ-বিদেশের পর্যটকগন এখানে এসে বিনোদনে সময় কাটাচ্ছে।

ভ্রমনকালে আইজিপি বলেন,সাতক্ষীরা জেলা সুন্দরবনের জন্য বিশ্বের কাছে সুপরিচিত। সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার বন্ধ করতে হবে। তানাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ বিলপ্ত হবে।তিনি আরো বলেন,আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারে আরো নিরাপর্ত্তা জোরদার করতে হবে।এখানে এসে যেনো কোন অপরাধী বা জঙ্গী লুকিয়ে না থাকতে পারে সেদিকেও পুলিশ প্রশাসন কে লক্ষ রাখতে হবে।

পর্যটন সেন্টার ভ্রমননকালে খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব মো: দিদার আহম্মদ(বিপিএম), নৌ পুলিশের ডিআইজি জনাব মারুফ হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান(বিপিএম),জেলার পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান সহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জ ডি আই জি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কাদের বেগ,শ্যামনগর ইউএনও জনাব মো: কামরুজজামান,কালিগজ্ঞ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী,শ্যামনগর থানার ওসি সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বাকাল বাইপাস রোডে মাননীয় প্রধান মন্ত্রীর আহবানে মহান  মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন কালে আইজিপি মহোদয় নিজের হাতে একটি আমগাছ রোপন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।পরে খুলনা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি মহোদয় একটি করে আমগাছ রোপন করেন।পরে সাতক্ষীরা ১নং আসনের সংসদ সদস্য এ্যডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা ২নং আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র নাম ফলক দিয়ে ২ টি আমগাছ রোপন করা হয়।সর্বশেষে জেলা প্রশাসক মোহাম্মাদ হোসেন ও পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান একটি করে আমগাছ রোপন করা হয় মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরনে।পরে শ্যামনগরের আকাশ নীলা ইকো ট্যুরিজম পর্যটন সেন্টার পরিদর্শন শেষে আইজিপি মহোদয় ঢাকার উদ্যেশ্যে সড়ক পথে যশোর বিমানবন্দর অভিমুখে রওনা দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন