ঝিনাইদহ কালিগজ্ঞ  থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮৬ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক!!

দ্বারা zime
০ মন্তব্য 784 দর্শন

 

ঝিনাইদহ কালিগজ্ঞ  থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮৬ বোতল ফেন্সিডিল সহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা পুলিশের সুত্র জানায়,অদ্য ১২/১০/২০১৮ তারিখে ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান মহোদয়ের নির্দেশে কালিগজ্ঞ থানার ওসি জনাব মোঃ ইউনুচ আলীর তত্বাবধানে সাব-ইন্সপেক্টর মোঃ এমদাদূল হক, এ এস আই রাসেদূল হক ও কনস্টেবল মোদাচ্ছের, মারুফ মোল্যা,শহিদূল,কনস্টেবল বিমল সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মল্লিকপুর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।এসময় মল্লিক পাড়ার ঔষধের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তহুর খাতুন( ৪২) ও জোস্না খাতুন (৩৮) মহিলার ৬ টি ব্যাগে তল্লাসি করে তাদের হেফাজতে থাকা ২৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ধৃত আসামী দুই মহিলার বাড়ি চুয়াডাঙ্গার জীবন নগরে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তত্তিপুর পুলিশ ক্যাম্পের  সাব-ইন্সপেক্টর এমদাদুল হক আপডেট সাতক্ষীরার প্রতিবেদক কে জানান,পূজামন্ডপ পরিদর্শনকালে খবর আসে মল্লিকপুর মোড়ে ২ মহিলা ৬ টি ব্যাগে ফেন্সিডিল নিয়ে চালান পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে নারী পুলিশ কনস্টেবল দিয়ে দুই মহিলাকে তল্লাসী করে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাইকারী মাদক ব্যাবসায়ী বলিয়া স্বীকার করে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।মামলা নং ২৪৭ তাং ১০/১০/২০১৮ খ্রিঃ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন