যশোরে শিক্ষা উপকরণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।।

দ্বারা zime
০ মন্তব্য 163 দর্শন

 

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে যশোরে পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল শুক্রবার সকালে তিনি যশোরে এসে শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিদর্শন করেন। তিনি দুর্গোৎসব সম্পর্কে খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পুলিশ সুপার মঈনুল হক (বিপিএম, পিপিএম), রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ মহরাজ জ্ঞান প্রকাশানন্দ, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেষ দত্ত উপস্থিত ছিলেন।
দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. রিজভী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে উন্নয়ন করতে হবে। কেউ পিছিয়ে থাকলে উন্নয়ন যাত্রা ব্যাহত হবে। তিনি আরো বলেন, শিক্ষা উপকরণ ছাত্রছাত্রীদের মনোবলকে দৃঢ় করে। স্বপ্ন পূরণে ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয়। অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিকাশিত করতে বড় ভূমিকা রাখে। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জেলা পুলিশ সুপার মঈনুল হক (বিপিএম, পিপিএম), জেলা প্রশাসক পত্নী এলিজা শারমিন প্রমুখ।
বিকেলে যশোর কালেকটরেট স্কুলে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন