মাসিক কল্যাণ সভায় ঝিনাইদহের শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন ডিবির পরিদর্শক নজরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 246 দর্শন

 

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সের সন্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার সার্বিক অপরাধ পর্যালোচনা পূর্বক ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কে সন্মাননা ক্রেস্ট প্রদান করে।।

কল্যাণ সভায় জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করে ঝিনাইদহ ডিবির ইন্সপেক্টর(তদন্ত) নজরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।সভায় পুলিশ সুপার বলেন মুজিববর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার, উক্ত শ্লোগান কে সামনে রেখে জনবান্ধব পুলিশ হিসাবে মানুষকে সেবা দিতে হবে।পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জ দের উদ্যেশ্যে বলেন,একটা মানুষ যখন ভিষন বিপদে পড়েন তখনই কেবল থানায় আসেন। তাই থানায় আসলে সকলের সাথে ভালো ব্যবহার করুন, ধৈয্য ধরে তাদের সমস্যার কথা শুনুন।তাদের সকল চাহিদা পুরন করতে না পারলেও তাদের সাথে অন্তত হাসি মুখে কথা বলুন।সভায় পুলিশ সদস্যের বিভিন্ন সমস্যার কথা ধৈয্য ধরে শোনেন পুলিশ সুপার এবং সমস্যা সমুহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মিলু মিয়া  বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,  অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) আবুল বাশার, কোটচাঁদ পুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি,  বিশেষ শাখার ডিআইওয়ান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন