মানবসেবার ব্রত নিয়ে বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে র‌্যাবের পাসে

দ্বারা zime
০ মন্তব্য 781 দর্শন

 

বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাদ যায়নি বাংলাদেশও। করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অবস্থায় মানবসেবার ব্রত নিয়ে বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ এ শিল্পগোষ্ঠী।

এর অংশ হিসেবে সোমবার (০৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) এঁর  কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।

এর আগে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পারসোন্যাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। এছাড়া শনিবার (০৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে রোববার (০৫ এপ্রিল) নৌবাহিনীর সদরদপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন