করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এক যোগে করতে হবে : খুলনার এসপি এসএম শফিউল্লাহ

দ্বারা zime
০ মন্তব্য 610 দর্শন

 

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেছেন, মহামারী করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে সচেতন করার জন্য সকলকে এক যোগে করতে হবে। তিনি মঙ্গলবার বেলা ১২ টায় তেরখাদা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি,সুধী সমাজ, চিকিৎসক ও থানা পুলিশের সদস্যদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

থানার সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) এস এম রাজু আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, ওসি তদন্ত স্বপন কুমার রায়, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, ছাগলাদাহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদ, থানার এস আই মোঃ শফিকুল ইসলাম, প্রমুখ।

এর পূর্বে পুলিশ সুপার সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে করোনায় গৃহবন্দি থাকা অসহায় মানুষের জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন