পুলিশ সুপার (এসপি) পদ মর্যদার ২১৫ জন কর্মকর্তার দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। পুলিশ সদরদপ্তর, জেলা এবং বিভিন্ন বিভাগে কর্মরত এসপিদের রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।উক্ত প্রজ্ঞাপনে গুলশান জোনের   অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার আঃ আহাদ পিপিএম (বার) কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি)  উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

আঃ আহাদ  বাংলাদেশ পুলিশের ২৫ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা।

তিনি তার এ পদায়নের জন্য  মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাথে সাথে তিনি  মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী,  সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার),ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং  সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন