নানা আয়োজনে সাতক্ষীরায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দ্বারা zime
০ মন্তব্য 805 দর্শন

 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব নিশ্চিত করে  কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

২৩ জুন সন্ধায় সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ নিজ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।কেক কাটা অনুষ্ঠানে  এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ,ভোমরা সিএন্ড এফ সাধারণ সম্পাদক নাছিম মোজাফফর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা,সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্রনেতা আশিক রেজা অপু সহ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন ,বাংলা ও বাঙালির মুক্তির সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের কল্যাণ  ও অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্য কাজ করে যাচ্ছে।তিনি বলেন  বাংলাদেশ  আওয়ামীলীগ  জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সংগঠন। তিনি বলেন জাতীর পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথা আ’লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল দেশ হিসাবে পরিচিত।

অনুষ্ঠানে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম বলেন আ’লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নয়ন হয়। মানুষ তিনবেলা পেটভরে খেতে পারে।তিনি বলেন আওয়ামীলীগ সরকার দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কাজ করে।তিনি এসময় জাতীর পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করেন পাসাপাসি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সভাপতি ও সেক্রেটারি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রত্যেকটি সদস্য কে করোনা ঠেকাতে নিজ নিজ অবস্থানে থেকে করোনা আক্রান্তদের পাসে থেকে সহযোগিতা করার আহবান জানান।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন