ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন জিএমপির ডিসি মোহাম্মদ ইলতুৎ মিশ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম এঁর দিক দির্দেশনা মোতাবেক উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগের ব্যবসায়িক নেত্রীবৃন্দদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।এতে সভাপতিত্ব করেন জিএমপির ডিসি সাউফ মোহাম্মদ ইলতুৎ মিশ। দক্ষিণ বিভাগের ব্যবসায়িক নেত্রীবৃন্দদের মধ্যে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাট্রির সভাপতি সহ চেম্বারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডিসি ইলতুৎ মিশ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি মার্কেট গুলোর সমস্ত দোকানপার্ট সিসি ক্যামেরার মধ্যে আনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ কে আহবান জানান।
উক্ত আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগের মোহাম্মদ ইলতুৎ মিশ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ।