বাঁধ নির্মাণে কোন অনিয়ম সহ্য করা হবে না : পানি সম্পদ সচিব নাজমুল আহসান

দ্বারা zime
০ মন্তব্য 80 দর্শন

 

জেলার দিরাই ও শান্তিগঞ্জ উপজেলায় আজ চাপতির হাওর ও খাই হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।আজ রোববার বেলা সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি শান্তিগঞ্জ উপজেলার খাই হাওর ও দিরাই উপজেলার চাপতির হাওরে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।


বাঁধ পরিদর্শনকালে পানি সম্পদ সচিব স্থানীয় পিআইসি কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার তাগাদা দেন। এসময় তিনি দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যাপারে পিআইসিদের আশ্বাস প্রদান করেন।
সচিব বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোন অনিয়ম সহ্য করা হবে না। খাই হাওরে বাঁধ পরিদর্শনকালে বাঁধের কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। ।
বাঁধ পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহজাহান আলী, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, পাউবো’র পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম, পাউবো’র উত্তর-পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন