কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৫ বোতল মদ জব্দ করেছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।থানা পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-২৫/০৬/২০২৩ তারিখ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৫ বোতল মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মাদক উদ্বারের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান জানান,উক্ত ঘটনার বিষয়ে আসামী ১। মোঃ সাহিদুল ইসলাম(ময়না) বুশ(৩১), পিতা-মোঃ শামছুল হক, সাং-ব্রজবাকসা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা এর বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৩০, তাং-২৫/০৬/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ২৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান পলাতক আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যহত আছে।