সাতক্ষীরায় শেখ হাসিনার ভার্চুয়াল জনসভা উপলক্ষে জেলা আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

দ্বারা zime
০ মন্তব্য 138 দর্শন

 

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজ ২৩ ডিসেম্বর (শনিবার) দুপুর আড়াইটায় সাতক্ষীরা আমতলা মোড়স্থ সরকারি বালক বিদ্যালয় ফুটবল ময়দানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভায় আরও বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক এড. অনীত মুখার্জী, মহিলা সম্পাদক শিমুন শামস, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, তথ্য গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ, স্বাস্থ্য সম্পাদক ডা: সুব্রত ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য সরদার ফিরোজ আহমেদ, এসএম শওকত হোসেন, কোহিনুর ইসলাম, শেখ আব্দুর রশিদ, মো: শাহাজান আলী, মীর মোশাররফ হোসেন মন্টু, শেখ মনিরুল হোসেন মাসুম, মো: সামছুর রহমান, ইসমত আরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা শ্রমিকলীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, যুগ্ম আহবায়ক এমএ খালেক, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহীন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুব মহিলালীগের সহ-সভাপতি নাহিদা পারভীন পান্না, সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক প্রমুখ।

সভায় দুপুর আড়াইটার মধ্যে সাতক্ষীরা আমতলা মোড়স্থ সরকারি বালক বিদ্যালয় ফুটবল মাঠে জেলার আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল বীর জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন