সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সরকারী আমলারা এখন আর শাসকের ভূমিকায় নয় বরং তারা এখন জনগনের সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে তাঁরা নিরালস ভাবে উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন।উন্নয়ন মুলক কাজের ফাঁকে ফাঁকে তাঁরা মানব সেবায় ও বিশেষ অবদান রাখছেন।কোন মেধাবী ছাত্র-ছাত্রী টাকার অভাবে পড়াশুনা করতে না পারলে,জেলা প্রশাসক বা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানালে সাথে সাথে তাদের কে আর্থিক সাহায্য প্রদান করা হয়।কোন অসহায় মানুষ চিকিৎসার সাহায্য চাইলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন তাদের কে আর্থিক সাহায্য করে থাকেন বিনা স্বার্থে।এক কথায় জনপ্রতিনীধি দের মত এখন প্রশাসনের কর্মকর্তারা সমাজের সকল পেশার মানুষের পাসে দাড়াচ্ছেন।ঠিক তারই ধারাবাহিকতায় আজ সাতক্ষীরার তালা উপজেলায় দেখা গেল মহত্বের নজির বিহিন দৃষ্টান্ত।
তালা উপজেলার প্রবীণ সাংবাদিক জনাব আব্দুল আলীম
অসুস্থ হয়ে জনসেবা ক্লিনিকে ভর্তি হয়েছেন।বিষয়টি জানতে পেরে তালা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব মোঃ ফরিদ হোসেন ও তালা থানার অফিসার জনাব হাসান হাফিজুর রহমান ছুটে যান জনসেবা ক্লিনিকে।ক্লিনিকে গিয়ে সাংবাদিক আব্দুল আলিমের চিকিৎসার সার্বিক খোজ-খবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক কে ভাল করে চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ জানান।পরে চলে আসার সময় অসুস্থ্য প্রবীণ সাংবাদিক আব্দুল আলিম কে চিকিৎসার সাহায্য হিসাবে সরকারের পক্ষ থেকে নগত অর্থ প্রদান করেন।
এসময় অসুস্থ্য সাংবাদিক তালার ইউএনও ও তালার ওসি’র মহত্বতা দেখে মুগ্ধ হন এবং তিনি বলেন,আমার জন্য সবাই দোয়া করবেন।আমি যেন দ্রুত সুস্থ্যতা লাভ করতে পারি। এসময় তালা তালা প্রেসক্লাবের সভাপতি বাবু প্রনব ঘোষ বাবলু উক্ত ক্লিনিকে উপস্থিত ছিলেন।