।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।সিটিজেন জার্নালিস্ট(জিমি):
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস। আর এ দিবসটিকে স্মরণীয় করে রাখতে নড়াইলে প্রতি বছর লক্ষাধিক মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও যথাযথ কর্তৃপক্ষ ভাষা শহীদ দিবসকে ঘিরে লক্ষাধিক মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়েছে। নড়াইলের কুড়িরডোব মাঠে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ আয়োজন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

অনুষ্ঠানস্থলটি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রকিবুল ইসলাম মহোদয় নিজ উদ্যোগে এ নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গণমাধ্যমকর্মীদের নিকট এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে নড়াইলবাসী লক্ষাধিক মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করে থাকে।

এখানে নড়াইল জেলা সহ জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। তাই উক্ত অনুষ্ঠানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নড়াইলের কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান বলেন,ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলী জানাতে প্রতি বৎসর নড়াইলে মোমবাতি প্রজলন অনুষ্ঠান করা হয়ে থাকে।কোন রকম বিশৃংঙ্খলা এড়াতে নড়াইল জেলা পুলিশ উক্ত মাঠ কে নিঃচ্ছিদ্র নিরাপর্ত্তার চাঁদরে ঢেকে রেখেছেন। পোশাক পরিহিত পুলিশের সাথেও সাদা পোশাকের পুলিশরা থাকবেন বলেও তিনি জানিয়েছেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন