কলারোয়ায় গ্রাম মহাল্লাদারের মধ্যে পরিচয়পত্র ও টসলাইট বিতরণ করলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।।

দ্বারা zime
০ মন্তব্য 313 দর্শন

 

এই প্রথম কলারোয়ায় ১শ’১০জন গ্রাম মহাল্লাদারের মধ্যে পরিচয়পত্র ও টসলাইট বিতরণ করলেন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কলারোয়া থানা চত্বরে “কলারোয়া মুক্ত দিবসে”তাদের দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিটি গ্রাম পুলিশ ও দফাদারদের মধ্যে পরিচয়পত্র ও একটি করে টস লাইট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাম মহাল্লাদারের দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে তাদের প্রত্যেকের মধ্যে পরিচয়পত্র ও একটি করে টস লাইট বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, পুলিশ পরিদর্শক(তদন্ত)জিল্লাল হোসেন,সেকেন্ড অফিসার নাজিম উদ্দিন, এসআই শরিফুল ইসলাম, রইচ উদ্দিন, সুবীর কুমার ঘোষ, পীযুষ কান্তি ঘোষ, জাহাঙ্গীর হোসেন, শারমিন সুলতানা শিখা, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এএসআই সাগর আলী, তারেক মোহাম্মাদ, ইছাহক আলী, আব্দুস সবুর শেখ, জসীম উদ্দিন, মফিজুর রহমান, আমিরুল ইসলাম, কামরুল ইসলাম, মিলন হুসাইন, হেলাল উদ্দিন, আলাউদ্দিন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, নূর আলী, শ্রী গোপাল চন্দ্র, রাসেল রানা, তরুন কুমার অধিকারী, মোস্তাক আহম্মেদ, রুবেল সরদার, আনোয়ার পারভেজ প্রমুখ।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন