ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স (এএফডব্লিউসি)-২০১৯ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষণের অংশ হিসেবে ০৩ জুলাই ২০১৯ খ্রি. বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, এনডিইউ, এএফউব্লিউসি, পিএসসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।
পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে সভায় এআইজি (এনসিবি) মহিউল ইসলাম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক পেশাগত সম্পর্ক রয়েছে। এ সফরের ফলে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদলের প্রধান এএফউব্লিউসি প্রশিক্ষণার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য আইজিপি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনীর ৩৮ জন প্রশিক্ষণার্থী, ৪ জন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৪২ জন কর্মকর্তা ছিলেন।

পরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সাথে প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, এনডিইউ, এএফউব্লিউসি, পিএসসি সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁরা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

সূত্র: PHQ MEDIA, 03 JULY 2019.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন