হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সামাধিসৌধে শ্রাদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ৭ জন অতিরিক্ত আইজিপি।
শুক্রবার গোপালগজ্ঞের সার্কিট হাউজে আসলে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান ৭ জন অতিরিক্ত আইজিপি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে জুম্মার নামাজ শেষে নবনিযুক্ত অতিরিক্ত আইজিপি গণ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধীসৌধে যান। এ সময় এক এক করে সাত জন অতিরিক্ত আইজিপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধেে পুস্থাবক অর্পণ করেন ও বিনম্ব্র শ্রদ্ধা নিবেদন করেন।পরে ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন অতিথিরা।দোয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন
১। জনাব মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, এ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
২। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন, পুলিশ, ঢাকা।
৩। জনাব চৌধুরী আবুদল্লাহ আল-মামুন-বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
৪। জনাব শেখ মুহাম্মদ মারুফ হাসান-বিপিএম, পিপিএম, রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা।
৫। জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিপিএম,পিপিএম, এ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
৬। জনাব বিশ্বাস আফজাল হোসেন, এনডিসি, এ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ।
৭। জনাব মাহবুব হোসেন, বিপিএম (বার), পিপিএম এ্যাডিশনাল আইজি সহ গোপালগজ্ঞের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত থেকে মোনাজাতে শরীক হন।
এসময় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে অতিরিক্ত আইজিপি গণ সেখানের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।