কেএম রেজাউল করিম:   দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মরহুম দীন আলী গাজী (৮৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম দীন আলী গাজী দেবহাটা উপজেলার নারিকেলী গ্রামের মৃত কালু গাজীর পুত্র। রবিবার বেলা ১২ টায় মরহুমের নিজস্ব বাসভবনে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা দীন আলী গাজীর প্রতি সম্মান ও শেষ শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দুপুরের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম দীন আলী গাজীর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা দীন আলী গাজী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন