খাগড়াছড়ি জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
মঙ্গলবার ১২ নভেম্বর ২০১৯ খ্রি: সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি খাগড়াছড়ি জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে রেঞ্জ ডিআইজি সার্কিট হাউজে পৌছালে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা,রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগদেন রেজ্ঞ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
সভায় রেঞ্জ ডিআইজি সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে পুলিশ অফিসার দের কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।সাথে সাথে খাগড়াছড়ি জেলা থেকে মাদক-জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশ কে জিরো টলারেন্স নিয়ে কাজ করার আহবান জানান। সভায় খাগড়া ছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আলফা টু), খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন।পরে স্টেশন ত্যাগ করার আগে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি কে গার্ড অফ অনার (সালামী) প্রদান করা হয়।