মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ বরগুনার পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন এর নেতৃত্বে গণকবর ও শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানসহ বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও ক্রেস্ট বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। পরে সন্ধায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।এ সময় বরগুনা জেলা প্রশাসক পত্নী,  বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল, যুগ্ম দায়রা জজ ফারাহ মামুন , তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকাগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন