আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেড় হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে সম্মেলন ঘিরে। যারা সম্মেলনস্থলের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার বেলা তিনটায় শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের ২১তম সম্মেলন। এর উদ্বোধন করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতাসীন দলটির সম্মেলন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শেষ করতে কাজ করছেন তারা।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আপডেট সাতক্ষীরা কে বলেন, ‘সম্মেলন ঘিরে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। যেখানে কাজ করছে ১৫শর বেশি পুলিশ সদস্য। তারা সম্মেলন মাঠের ভেতরে এবং বাইরে দায়িত্ব পালন করছে।’
সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। কাউকে সন্দেহ হলেই তল্লাশি করছেন তারা। বিশেষ করে ব্যাগের ক্ষেত্রে করা হচ্ছে এই তল্লাশি।
সকালে শাহবাগ মোড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এক যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে প্রবেশ করতেই যুবকের ব্যাগ তল্লাশি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৭০ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।