“বীরমুক্তিযোদ্ধা পিতার মুক্তিযুদ্ধ ও আমার মায়ের জীবনযুদ্ধ”

কাশিয়ানী গ্রামের সাধারণ এক কৃষক পরিবারে নাছিমা বেগমের জম্ম। পরিবারে লেখাপড়ার প্রচলন নাই বললেই চলে। বাড়িতে সৎ মায়ের খোটা দেয়ার পরও চালিয়ে যান লেখাপড়া। মেধা আর খেলাধুলায় দৃষ্টি আকর্ষণ করেন সবার। ক্লাসে কয়েক গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম হন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পঞ্চম শ্রেণিতে প্রথম হবার পরও কৃষক বাবা আর পড়ালেন না। বাবার যুক্তি মেয়ে এমএ পাশ করার পরও( চুলার ছাই কাড়বে) ভাত রান্না করবে। তাহলে পড়ানোর দরকার কি? মেধাবী শিক্ষার্থীর পক্ষে বাবাকে ষষ্ঠ শ্রেনীতে ভর্তির সুপারিশ করতে গিয়ে ধাওয়া খান শিক্ষকরা বেশ কয়েকবার। অবশেষে শিক্ষকরা হাল ছেড়ে দেন। এভাবে কৃষক পরিবারে জন্ম নেয়া মেয়েটির লেখাপড়ার পাঠ চুকে গেলো।
মাত্র ১২ বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করা হয়। পাত্র একই গ্রামের ছেলে মীর শওকত আলী, বেকার ছাত্র। সৎ শ্বাশুড়ির সংসারে কোনভাবে কেটে যায় দিন।মেয়েটির স্বামী শিক্ষা বিস্তার ও বেকার জীবন ঘোচাতে কাশিয়ানী থানার পাশে কয়েক বন্ধু মিলে গড়ে তোলেন প্রাইমারী স্কুল। সরকারি অনুদানের ১২৫ টাকায় চলে যাচ্ছিল সংসার কোনভাবে। নুন আনতে পান্তা না ফুরালেও সংসারে ছিল নানা অভাব অনটন। এর মধ্যে মাত্র ১৪ বছর বয়সে পুত্র সন্তানের জননী হন। অপ্রাপ্ত বয়সে বাচ্চা হওয়ায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হতে না হতেই বেজে উঠে মুক্তিযুদ্ধের দামামা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে স্বাধীন করতে সবাই মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছে। কোলে শিশু অবুঝ শিশু, চোখে পানি আর অজানা, অন্ধকার ভবিষ্যত সামনে নিয়ে স্বামীকে পাঠালেন দেশকে হানাদার মুক্ত করতে। নিজে গ্রামে থেকে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহাযোগিতা করলেন।স্বামী ভারতে ট্রেনিং শেষে দেশে এসে মুক্তিযুদ্ধে শরিক হন এবং ১৯৭১ সনের ১৮ জুলাই সম্মুখ যুদ্ধে শহীদ হন।কিন্তু শহীদ হওয়ার খবরটি তখনও বাড়িতে পৌঁছায়নি।
দেশকে স্বাধীন করে মুক্তিযোদ্ধারা একে একে ঘরে ফেরা শুরু করলেন।নাছিমা বেগম অপেক্ষা করে তাঁর স্বামী ফিরবে।অপেক্ষার প্রহর যেনো আর ফুরায় না, অবশেষে স্বামী শহিদ হওয়ার সেই হৃদয় বিদারক খবরটি আসে তাঁর কাছে।কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলে জীবিত নেই তাই এই অজুহাতে শ্বশুর তাড়িয়ে দেন বাড়ি থেকে।নিরুপায় হয়ে ছেলেসহ আশ্রয় নেন বাপের বাড়িতে। ছেলে নিয়ে দিশেহারা কি করবেন এখন? একদিকে নিজের খাওয়া-পরা,অন্যদিকে শিশু সন্তান পালন। অন্যের বাড়িতে কাজ করে যে খাবার পেতেন নিজে না খেয়ে শিশু সন্তানকে খাওয়াতেন। সন্তানকে বাবামায়ের কাছে রাখার অপরাধে ভাইরা বাবা মায়ের খরচ বন্ধ করে দিলো।পরিবারের সদস্য সংখ্যা দাঁড়ালো চারজনে।
কচুর খাটা আর কলাগাছের থোড় খেয়ে কত দিনই বা থাকা যায়। শুরু করলেন আরেকটু যুদ্ধ। বাসায় যেয়ে ছেলেমেয়েদের পড়ানো। আর এই সামান্য অর্থ দিয়ে সংসার চলে যাচ্ছিল কোনভাবে। চালিয়ে যান ছেলের লেখাপড়া ও। গ্রামের স্কুল কলেজ শেষ করে ছেলেকে পড়ান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ছেলের লেখাপড়া আর সংসার চালানোর জন্য কোনদিন হাত পাতেন নি কারো কাছে। ধারও করেননি কখন ও। উপরন্তু গ্রামের দরিদ্র পরিবারের সন্তানদের পড়িয়েছেন বিনা পয়সায়। গ্রামের মেয়েদের দিয়েছেন কোরআন শিক্ষা। সম্পৃক্ত হয়েছেন সামাজিক কর্মকান্ডে। জনপ্রতিনিধি হয়েছেনও একবার।একমাত্র
ছেলে লেখাপড়া শেষ করে ২২তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকুরী পেয়েছে। মায়ের কি আনন্দ। চোখে যুদ্ধ জয়ের আনন্দ অশ্রু। ছেলে বাংলাদেশ সরকারের একজন উপসচিব।তবুও তিনি থেমে যাননি। গ্রামের অসহায়,দরিদ্র ছেলেমেয়েদের মাঝে শিক্ষা বিস্তারে কেটে যায় তার অধিকাংশ সময়।স্বপ্ন দেখেন সুখি, সমৃদ্ধ বাংলাদেশের।
ডিসেম্বর এলেই মনের মধ্যে ভেসে বেড়ায় স্বাধীনতার গল্প, স্বামী হারানোর বেদনা আর জীবন সংগ্রাম। ডিসেম্বর মানেই তার কাছে বিজয়।লাল-সবেজের পতা উড়ার শব্দে নিজেকে বিজয়িনীর বেশে দেখতে পান। সে বিজয় দেশ মাতৃকার। সে বিজয় জীবন সংগ্রামের। তিনি মা, তিনিই জয়িতা।

লেখক – – সৈয়দ ফারুক আহম্মদ,জোনাল সেটেলমেন্ট অফিসার,সিলেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন