পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি রোজ শনিবার সকাল ১০ টায় পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্জগরের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী । কল্যাণ সভায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন কালে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পুলিশ সুপারের কাছে। এসময় পুলিশ সুপার স্টাফ দের সমস্যা সমূহ ধৈয ধরে শোনেন ও সেগুলো দ্রুত সমাধানের আশ্বাশ প্রদান করেন। সভায় বিগত মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করে আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সদস্যদের সন্মাননা ক্রেস্ট উপহার দেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। সভায় পুলিশ সুপার সকল ফোর্সদের উদ্যেশ্যে বলেন “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ শ্লোগান কে সামনে রেখে সকল পুলিশ সদস্যকে আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব দেওয়া করতে হবে। তিনি বলেন থানা হলো মানুষের বিপদের শেষ আশ্রয় কেন্দ্র। তাই থানায় আসলে জনগণ কে বিনা হয়রানি তে ও বিনা টাকায় সেবা প্রদান করবেন।পুলিশ সদস্যরা দূর্ণীতি করলে কোন রকম দূর্ণীতি বরদাস্ত করা হবেনা।
মাসিক কল্যাণ এসভায় এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আলমগীর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইওয়ান, টেঙ্গু চার্লি ওয়ান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।