নীরব যুদ্ধ
উজ্জল মোস্তাফিজ
কোন হুমকি-ধামকি শোনা গেল না
না কোনো বাকবিতন্ডা।
না বোমা, না মর্টার, ট্যাংক, রার্ডার
মেশিনগান, কামান, জলযান, আকাশযান কোনো কিছুর ব্যবহার দেখা গেল না
তবু লাশ আর লাশ।
চীন, জাপান, ভারত, ইরান
কোরিয়া, ইতালি, আমেরিকা, আফগান, ফ্রান্স জার্মান কেউ বাদ গেল না!
সাদা, কালো, খাঁটো, লাম্বা কেউ না।
খ্রীষ্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান
কেউ না।
শিশু, বৃদ্ধ, কিশোর, যুবক কেউ না।
কি আজব যুদ্ধ!
তাহলে এত যুদ্ধ সরঞ্জাম কার জন্য?
এত আয়োজন কার জন্য?
একটি ঘোষণাও শোনা গেল না,
কোনো যুদ্ধের দামামা বাজলো না
না কোনো গর্জন,
তবুও চলছে যুদ্ধ অবিরাম।
সব রাজা মহারাজার কন্ঠে একই সুর, একই আহ্বান, একই প্রার্থনা এবার থামো।
তবুও থামে না যুদ্ধ।
সব অহমিকা চুরমার করে
বিস্তীর্ণ মরুভূমি থেকে বরফখন্ড
কবে কখন শেষ হবে এ যুদ্ধ?
হিংসা, বিদ্বেষ, অহমিকা চূর্ণ করে
থেমে যাক শব্দ বিহীন এ যুদ্ধ।
বিবেকে আঘাত করুক,
অস্ত্রবিহীন নীরব যুদ্ধের কাছে পৃথিবীর মারনাস্ত্র কতই না তুচ্ছ।
লেখক : উজ্জল মোস্তাফিজ,সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব, করেসপন্ডেন্ট মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় সাতক্ষীরা তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আপপেট সাতক্ষীরা ডটকম।।