করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম

দ্বারা zime
০ মন্তব্য 371 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিন নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম।করোনা প্রতিরোধে গতকাল দিনভোর আশাশুনি থানার শ্রিল্লা গ্রামে অভিযান চালিয়ে কোরায়েন্টাইনে থাকা বিদেশ ফেরত দের বাড়ি বাড়ি গিয়ে তিনি লাল পতাকা টানিযে নিশনা করে দিয়েছেন।

এতে করে ঐ বাড়ির আসে পাসে কোন সাধারন লোকজন যাচ্ছেন না। এতে করে করোনা ছড়ানোর আশংঙ্কা কমে যাচ্ছে।এসময় ওসি আবদুস সালামের নেতৃত্বে এসআই মোস্তাফিজ শ্রিল্লা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম মনিটরিং করেন। এসময় শ্রিরুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল উপস্থিত ছিলেন।এতে ক্ষান্ত নয় ওসি। আজ সকালে অশাশুনি বাজারের সকল ঔষধ দোকানদার দের সাথে বৈঠক করেছেন ওসি আবদুস সালাম।

বৈঠকে ফাম্মেসীর দোকানদারদের ফুলহাতা জামা ও গ্লোভ্স, মাস্ক পরে দেকানদারী করার পরামর্শ দেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।তার আগে আশাশুনি থানার ওসির নেতৃত্বে বাজারে মাস্ক বিতরণ করা হয় ও করোনা প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন