উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি

দ্বারা zime
০ মন্তব্য 176 দর্শন

 

আশাশুনিতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, হুইল চেয়ার, ভ্যান ও ছাগল বিতরণের মাধ্যমে আবারও প্রমানিত হল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান) অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দ্বীপ, ওমর সাকি ফেরদৌস পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপ, আলহাজ্ব আবু দাউদ, থানা ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকার ভোগীরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন এলাকার ২৪ অসহায় পরিবারের মাঝে ভ্যান, ২৪ প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৮০ হতদরিদ্র পরিবারের হাতে ছাগল তুলে দেন। পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৩ (প্রাথমিক বিদ্যালয়) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে পুরুষের বিতরণ করেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন