আশাশুনিতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 277 দর্শন

 

আশাশুনি সদর ইউনিয়নে দুস্থ ও অসহায় নারীদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসাবে মেশিন বিতরণ করেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর ইউপি চেয়ারম্যান ও শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এসএস হোসেনুজ্জামান হোসেন।

অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ডা: আ. ফ. ম রুহুল হক-এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আ’লীগ নেতা আছাদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা এসএম সাহেব আলি, জাপা নেতা রুহুল আমিন, আবুল বাশার, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের ৩৫ জন দুস্থ অসহায় নারীকে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন