পুলিশি সেবা ঘরে ঘরে পৌছে দেওয়া হবে : সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 224 দর্শন

 

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেছেন,বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা ফিংড়ি ইউনিয়নের সকলের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।আপনারা বিপদে পড়লে সাথে সাথে আপনার এলাকার বিট অফিসার কে ফোন দিন।পুলিশ আপনার বাড়ি গিয়ে সেবা নিয়ে আসবে।

বৃহম্পতিবার বিকাল সাড়ে চার টায় ফিংড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম।

সভায় ওসি তাঁর  বক্তব্য প্রদান কালে মাদক নির্মূল, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর কু-ফল সংক্রান্তে সচেতনতামুলক আলোচনা ও সামাজিকভাবে অপরাধ নিবারণ এর বিষয়ে আলোচনা করেন।

এ সময় বিট পুলিশিং এর মাধ্যমে ফিংড়ী ইউনিয়নের পুলিশী সেবা আরো গতিশীল ও কার্যকর করার লক্ষে সভায় উপস্থিত অফিসার ইনচার্জ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও ইউনিয়নের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উক্ত বিট পুলিশিং ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়নের বিট ইনচার্জ এসআই মোঃ মোস্তাক আহামেদ।

বিট পুলিশিং সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (অপারেশন) মোঃ জাহাঙ্গীর হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান  মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ সানা সহ ফিংড়ী ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ইমাম সহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন