জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩-২৯ এপ্রিল/২০২০ পালন উপলক্ষে ও করোনা পরিস্থিতি মোকাবেলায়  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিস সদর, সাতক্ষীরার আয়োজনে বুধবার  গর্ববতী, পুষ্টিহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে  বুধবার দুপুরে  স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন  সাতক্ষীরা  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা পুষ্টি কমিটির উপদেষ্টা আলহাজ্ব  আসাদুজ্জামান বাবু।এসময় শতাধিক  গর্ববতী, পুষ্টিহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল-ডাল-আলু-পিয়াজ-তেল-লবণ-সাবান)  বিতরণ  করা হয়।এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন আপনারা এ খাবার সামগ্রী নিয়ে ঘরে থাকবেন কোন রকম ঘর থেকে বের হবেন না। এসময় তিনি করোনা প্রতিরোধে বিভিন্ন সতর্কতা মুলক উপদেশ প্রদান করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কার্যালয়ের সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।    





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন