ঢাকা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মোঃ    হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এঁর নির্দেশনায় পুলিশ সুপার গোপালগঞ্জ মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার) এঁর তত্বাবধানে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার  ২২/০৫/২০২০ খ্রিঃ গোপালগঞ্জ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের তৃতীয় লিঙ্গের (হিজরা সম্প্রদায়ের) ২৮টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন ও সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রত্যেককে নিজ ঘরে অবস্থানের জন্য অনুরোধ করা হয়। প্রতিটি পরিবারকে নিন্মোক্তহারে


উপহার সামগ্রী প্রদান করা হয়ঃ
১) লাচ্ছা সেমাই বনফুল (২ প্যাক)
২) পোলাই চাল ১ কেজি
৩) চিনি ১ কেজি
৪) তেল ১ লিটার
৫) নুডুলস এসিআই ২ প্যাক
৬) গুড়া দুধ ডিপ্লোমা
৭) চাল ১০ কেজি
৮) নগদ = ২০০ টাকা





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন