২ বছর ২ মাস চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে খুব সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন শেষে রবিবার সকালে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করে সারদা, পুলিশ একাডেমির উদ্দ্যেশে রওনা হয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার) পিপিএম। রবিবার সকালে চট্রগ্রাম রেঞ্জে ডেপুটি ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো: আনোয়ার হোসেন।
রবিবার সকালে দায়িত্ব বুঝে দেওয়ার পর বিদায়ী বেলায় চট্রগ্রাম রেঞ্জ পুলিশ শেষবারের মত ডিআইজি গোলাম ফারুক কে সালামী প্রদান করেন। পরে পুলিশের ঐতিহ্যবাহী রেওয়াজ রশি টেনে গাড়ি সাজিয়ে বিদায় না নিয়ে তিনি খুব সাধারন ভাবেই পুরাতন কর্মস্থল ত্যাগ করে সারদা, পুলিশ একাডেমির উদ্দ্যেশে রওনা দেন।বিদায় বেলায় ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডিতে লিখেছেন….
বিদায় চট্রগ্রাম। ২ বছর ২ মাস চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করে সারদা, পুলিশ একাডেমির উদ্দ্যেশে রওনা। চট্রগ্রামে আমার কাজের সফলতা / ব্যর্থতা চট্রগ্রাম বিভাগের জনগণ নির্ধারণ করবেন।
বিদায় বেলা সবার দোয়া প্রার্থী।
এর আগে বৃহম্পতিবার সকালে শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডি আই জি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম এঁর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন চট্রগ্রাম রেঞ্জ পুলিশ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি প্রশাসন,অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান সহ চট্রগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুুুুষ্ঠানে ব্যক্ততারা বিদায়ী অতিথির বিভিন্ন গুণাবলী ও সফলতা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
প্রাসংঙ্গত : রাষ্টপ্রতির আদেশক্রমে সোমবার (৩১ আগস্ট) উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকীকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমি সারদায়; র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে; গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক হিসেবে; অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়।