বাহারছড়া চেকপোস্ট পরিদর্শন শেষে চট্রগ্রামের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন আইন প্রয়োগে সর্বোচ্চ সর্তক হতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার সকালে বাহারছড়া চেকপোস্ট পরিদর্শন শেষে ডিআইজি আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এসব কথা বলেন দায়িত্বরত এপিবিএন সদস্যদের কে বাহারছড়া পুলিশ ক্যাম্পের সকল পুলিশ সদস্যদের কে। এসময় চট্রগ্রাম রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি গণ, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।