বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে : আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক

দ্বারা zime
০ মন্তব্য 211 দর্শন

 

আজ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার।

এসময় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন  ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, আরএমপি, রাজশাহীগণ উপস্থিত ছিলেন।

কর্ণহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহীনের উপস্থাপনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কর্ণহার থানার বিটের অফিসারগণ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায়  আরএমপি কমিশনার উক্ত সভার মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। সর্বপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন