স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে বুধবার  সকালে  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় সদর সাতক্ষীরায় আর্সেনিক বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় জেলা রিসোর্স পার্সোন হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। 

প্রশিক্ষণের সমন্বয়কারী ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।এছাড়া জেলা রিসোর্স পার্সন হিসাবে আরও উপস্থিত ছিলেন পুলক কুমার চক্রবর্তী সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও মোছাঃ শাহিনুর খাতুন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস সাতক্ষীরা। এসএসিএমও, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং সিএইচসিপি সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় ডাঃ মাহফুজা আক্তার ফ্যাসিলিটেটর, ডাঃ মেহবুবা রহমান এবং ডাঃ মোঃ সেলিম রেজা স্থানীয় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন