সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত, স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন সিনিয়ার সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, জ্যোস্না আরা, কামরুজ্জামান রাসেল, ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, মোহাম্মাদ আলী সিদ্দীকী, মাস্টার রফিকুল ইসলাম, মরহুমের পুত্র মশিউর রহমান বাবু, বক্তারা বলেন প্রয়াত সংসদ সাতক্ষীরা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি অবহেলিত অধিকার বঞ্চিত মানুষের জন্য জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি গঠন করেছিল। তিনি বেঁচে থাকলে সাতক্ষীরা জেলা একটি উন্নত জেলায় পরিনত হত। তিনি ছিলেন একজন সৎ নির্ভীক ও নির্লোভ প্রকৃতির মানুষ। সাবেক সংসদ ক্রীড়া সাংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের সাথে মৃত্যু পূর্ব পর্যন্ত জড়িত ছিলেন। তিনি আমাদের মাঝে আর নেই তার রেখে যাওয়া পথে আমাদের চলতে হবে। মরহুমের স্মরণে স্বরনিকা বের করে সিদ্ধান্ত গ্রহন করেন নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, এসএম আব্দুর রশিদ, রেবেকা সুলতানা, আশরাফুল করিম ধনি, অধ্যাপক গাজী আবুল কাশেম, সাংবাদিক আবুল কালাম, নুরুল হক, ডা: আমিরুল ইসলাম, আমিরূল হক খোকন, জামাত আলী মেম্বার, এনছার বাহার বুলবুল, মনিরুজ্জামান, আলহাজ্ব আব্দুল গফফার, মোঃ ইসমাইল হোসেন, সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত দোয়া পরিচালনা করেন কামানলনগর মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াছিন আলী।