করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে সব বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এসব অসহায় ও দু:স্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরই ধারাবাহিকতায় রবিবার (১১ জুলাই) লকডাউনের ১১তম দিনে ত্রাণ সামগ্রী নিয়ে ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৬।

জানা যায়, র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজের দিকনির্দেশনায় সকল কোম্পানি অধিনায়করা এই কার্যক্রমে অংশগ্রহণ করে।

খুলনা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন