পুলিশই হবে জনগণের প্রথম ভরসাস্থল” ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর দিক নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমানে দেশের প্রতিটি জেলায় ইউনিয়ন ও ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আইজিপি’র নির্দেশনার সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ ৩১ জুলাই ২০২১ খ্রি. বেলা ১১.০০ টায় আরএমপি পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিট পুলিশিং কার্যালয়সমূহের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ কমিশনার বিট অফিসারদের কার্যক্রমের গতিশীলতা আনয়নে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন ও আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিট অফিসারবৃন্দ।