“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন “প্রকল্পের আওতায় সাংস্কৃতিক উপকরণ, খেলার সামগ্রী ও মনোহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ মহিলা বিষয়ক অধিদপ্তর’র নতুন উদ্যোগ সাংস্কৃতিক চর্চার ব্যাপক প্রসার ঘটাবে। শিক্ষকদের দেশের সত্যিকারের ইতিহাস শিক্ষার্থীদের শেখাতে হবে। লেখা-পড়ার পাশা পাশি এক্সটারা কারিকুলাম এক্টিভিটিস থাকাও জরুরী বলে জানান এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি “কিশোর-কিশোরী প্রত্যেক ক্লাবকে ১টি কওে হারমোনিয়াম, জোড়া তবলা, ২ সেট লুডু, সেট দাবা, ১টি কওে কেরাম বোর্ড, জগ, মগ, গ্লাস, বাসকেট, ডায়েরী, কলম, মার্কার ও ডাস্টার প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন