সাবেক খুলনা বিভাগীয় কমিশনার ও সিনিয়র সচিব এসডিএফ চেয়ারম্যান মো: আবদুস সামাদ কে নিয়ে কবিতা লিখেছেন খুলনা রেঞ্জ ও চট্রগ্রাম রেঞ্জের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কবি সাহিত্যিক ড.এসএম মনির-উজ জামান।শনিবার দুপুরে সাবেক খুলনা রেঞ্জ ডিআইজি ড.এসএম মনির-উজ জামান তার ব্যক্তিগত ফেইজবুক আইডি তে সজ্জন নামক একটি কবিতা লিখে আপলোড করেন। নিন্মে সেই কবিতাটি হুবাহু তুলে ধরা হলো-
“সজ্জন”
ড.এস,এম, মনির-উজ-জামান।
গ্রোথিত শিকড় তার এতটাই গভীরে,
ভরে আছে অমৃত সুধায় সারা অন্তর জুড়ে।
তাই ছুটে যাওয়া বার বার রানী গাঁ এর এই নিভৃত পল্লীতে,
কবির মমত্ব জড়ানো ছোঁয়া মিশে আছে এগাঁয়ের প্রতিটি ধুলিকনাতে।
আতরাফ কিংবা আশরাফ নয়কো তার কোন প্রিয়জন।
সবারই কাছে তিনি অতি সজ্জন।
সবারই তিনি একান্ত আপন।
দেশ প্রেমে তার নেই কোন জুড়ি,
স্বাধীনতা ও সার্বভৌমত্বের তিনি অতন্দ্র প্রহরী।
অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধাতুর মানুষের
জন্য কাঁদে তার মন দিবানিশি,
হলেন তিনি অনেকের দ্বারস্থ ফুটাতে
তাদের মুখে নির্মল হাসি।
ভিক্ষুক পুনর্বাসনে তার এঅবদান,
অনাগত সভ্যতার অলোক ধারায়
তিনি আঁচড় কেটে গেলেন, কীর্তি তার
রবে দ্বীপ্তিমান।
মেধা ও মননে তিনি একালের সব্যসাচী,
সৃষ্টিশীলতার সম্ভার তার অবিনাশী।
কখনও শুনিনি, কার ও প্রতি তিনি
হয়েছেন এতটুকু বিরাগভাজন,
হয়তো মনের অনলে পড়েছেন, তবু
বুঝতে দেননি তার কষ্টের কারণ।
ভালবাসে এবং ভালবাসা দিয়ে মানুষের মন
জয় করা যায়,
তার অমলিন স্বাক্ষর তিনি রেখে গেলেন
শতাব্দীর পাতায়।
কবি ও কথাসাহিত্যক ,বন্ধু সামাদ ফারুক মেধা ও
পান্ডিত্য একজন অনন্য প্রখর দীপ্ত আলোকিত মানুষ। আপাদ মস্তক একজন দেশ প্রেমিক।
সাদা মনের মানুষ। মনের তাগিদেই তাকে নিয়ে লেখা ‘সজ্জন ‘।
লেখক : ড.এস,এম, মনির-উজ-জামান,সাবেক সফল রেঞ্জ ডিআইজি খুলনা রেঞ্জ ও চট্রগ্রাম রেজ্ঞ।