হবিগঞ্জের চুনারুঘাটে চন্ডি ছড়া চাবাগানে ন্যাশনাল টি কোম্পানী আয়োজনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও বিভিন্ন বাগানের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের লস্করপুর টি আলী ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম।
তিনি বলেন, চা-শিল্প রক্ষার্থে পুলিশ প্রশাসন সবসময় পাশে আছে, বাংলাদেশে চা শিল্পের বিকাশে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। চা শিল্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়৷ তিনি একসময় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন৷ সে সময়ে চা শিল্পে মাঠ ও কারখানা উন্নয়ন এবং শ্রম কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে৷ জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্ব অপরিসীম এবং সুদূরপ্রসারী৷ প্রধান অতিথি আরও বলেন, চা- বাগানে কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন করা যাবে না, চা-বাগানে গাছ চুরিতে যদি কোন স ‘মিলের লোক জড়িত থাকে তদন্তে পাওয়া যায়, তাহলে স’মিল মালিককে গ্রেপ্তার করা হবে। কাজেই চুরাইগাছ স’মিলে রাখার আগে যাচাই করে রাখতে হুঁশিয়ারি দেন।
ন্যাশনাল টি কোম্পানীর সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে – তাসফিয়া আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল টি কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর মাসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, হবিগঞ্জের জেলা প্রশাসক, ইশরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মাস্তাফিজুর রহমান, শাকিল রেজবি, চা- সংসদের চেয়ারম্যান শাহ আলম, ফিনলে টির সিইও, তাসিন আহমেদ , চন্ডিছড়া চা- বাগানের ব্যবস্থাপক মুরাদ হোসেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মাহমুদ হাসান, মাধপুর সার্কেল মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আশরাফ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমেদ খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাংবাদিক আলমগীর চৌধুরী, প্রদিপ দাশ সাগর, নিরঞ্জন গোসামী শুভ, ছালিক আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলা উদ্দিন, আব্দুল হাই প্রিন্স, আব্দুল জাহির মিয়াসহ আরো অনেকেই। এর আগে চা- বাগান কর্তৃপক্ষ বাগানের গাছ চুরি, মাদকসহ নানা সমস্যা তুলে ধরেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে ন্যাশনাল টি কোম্পানীর চেয়ারম্যান শেখ কবির হোসেন সমাপনী বক্তব্যে গত ৮ মে সাতছড়ি চা-বাগানের চুরাই হওয়া গাছসহ সংশ্লিষ্ট চুরদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চা-শিল্প রক্ষা করতে ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সহযোগিতা চান । তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে চা শিল্প আরো এগিয়ে যাবে।