
খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার কে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে খুলনা রেঞ্জ অফিসের কনফারেন্স কক্ষে সাতক্ষীরার পুলিশ সুপার কে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান খুলনা রেজ্ঞ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার।
![]()
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর সাতক্ষীরা জেলার অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় প্রশংসা করেন এবং পুলিশ সুপারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
![]()
এর আগে খুলনা রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভা শেষে দুপুর ১২:৩০ ঘটিকায় বদলী ও পদোন্নতিজনিত কারণে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)
![]()
এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম এবং খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ নজরুল ইসলাম বিপিএম পিপিএম কে
![]()
বিদায়ী সংবর্ধনা প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ:
একই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইলের এসপি প্রবীর কুমার রায় পিপিএম(বার),(অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), ঝিনাইদহের এসপি মুনতাসিরুল ইসলাম পিপিএম (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আরআরএফ খুলনা মোছা: তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), মাগুরার এসপি মোহাম্মদ জহিরুল ইসলাম,চুয়াডাঙ্গার সফল পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিপিএম,কে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।
![]()
এছাড়া আরআরএফ, খুলনায় কমান্ড্যান্ট (অতিঃডিআইজি) হিসেবে সদ্য যোগদানকৃত কর্মকর্তা নওরোজ হাসান তালুকদারকে ফুল দিয়ে বরণ করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: সহিদ উদ্দিন বিপিএম-বার।

সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিআইডি এবং নৌপুলিশ কর্মকর্তাবৃন্দ।
