
রাজপাড়া থানা ও বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
![]()
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক গতকাল সকাল সাড়ে ৯ টায় আরএমপি’র রাজপাড়া থানার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এরপর তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী’র কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।
![]()
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: তৌহিদুল আরিফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এলআইসি) ডি, এম, হাসিবুল বেনজীর, সহকারি পুলিশ কমিশনার (রাজপাড়া) মো: সোহেল রানা ও ডা: মো: নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক, বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
