
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও আওতাধীন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মধ্যে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’স্বাক্ষর অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুন সকালে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের ২য় তলার কনফারেন্স কক্ষে উপপরিচালক পরিবার পরিকল্পনা দীপক কুমার সাহার সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![]()
অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার ও মেডিকেল অফিসার এমওএমসিএইচ-এফপি ও মেডিকেল অফিসার ক্লিনিক গণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’স্বাক্ষর সম্পন্ন করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সহকারী পরিচালক প:প: বসির আহমেদ,এডি সিসি ডা: দীন মোহাম্মদ খোকা সহ সাত উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার ও মেডিকেলে অফিসার এমওএমসিএইচ-এফপি গণ উপস্থিত ছিলেন।
