“ডিজিটাল মেলা-২০২০ অনলাইন কুইজ,সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেস নোট

দ্বারা zime
০ মন্তব্য 180 দর্শন

“ডিজিটাল মেলা-২০২০ অনলাইন কুইজ,সাতক্ষীরা”
——————————
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত সুধী,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরা কর্তৃক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কুইজ প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

সময় – সকাল ১১ঃ০০ টা, ৩০ জুন,২০২০ (মঙ্গলবার)

নিয়মাবলী —
১) কুইজের প্রশ্নপত্র www.Satkhira.gov.bd ওয়েবসাইটে সকাল ১১ঃ০০ টায় আপলোড করা হবে। সকল অংশগ্রহণকারীকে উক্ত প্রশ্নপত্র ডাউনলোড করে সংক্ষিপ্ত উত্তর সাদা খাতায় লিখে ছবি তুলে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিতে হবে। ***ফেসবুক মেসেঞ্জার গ্রুপের নাম “ডিজিটাল মেলা-২০২০ অনলাইন কুইজ,সাতক্ষীরা”
***কুইজ সম্পর্কিত সকল তথ্য আমাদের ফেসবুক পেইজ এর পাশাপাশি “জেলা প্রশাসন সাতক্ষীরা অনলাইন কুইজ” নামক ফেসবুক গ্রুপে পাওয়া যাবে যার লিংক কমেন্টে দেওয়া আছে।
২) কুইজের জন্য নির্ধারিত সময় ১০ মিনিট। সময় শেষ হওয়ার ১ মিনিটের মধ্যেই উত্তরপত্র ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিবে হবে অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।
৩) প্রশ্নের বিষয়াবলি –
বঙ্গবন্ধু- বাংলাদেশ – মুক্তিযুদ্ধ – আইসিটি – ইতিহাস ও ঐতিহ্য
৪) উত্তরপত্রের নমুনা উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিঃদ্রঃ কুইজ বিজয়ীদের জন্য জেলা প্রশাসন, সাতক্ষীরার পক্ষ থেকে থাকছে বিশেষ পুরস্কার।

সংশ্লিষ্ট সকলকে উক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল।

এস এম মোস্তফা কামাল
জেলা প্রশাসক, সাতক্ষীরা





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন