প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ফেলে রেখে যায় কিন্তু প্রাণ থাকতে ওরা ছেড়ে যায় না : Francis Romero

দ্বারা zime
০ মন্তব্য 881 দর্শন

 

৭০ বছরের Francis Romero হাসপাতালে কোমায় ছিলেন দীর্ঘদিন যাবৎ । তার পোষ্য কুকুরটিকে অনুমতি দেওয়া হয়েছিল তার সাথে থাকার এবং কুকুরটি দিন রাত প্রায় সারাক্ষণই তার সাথে থাকতো ।

হটাৎ একমাস পর Francis কোমা থেকে উঠলেন এবং তার প্রথম কথাটিই ছিল ঠিক এরকম , ” কোথায় সেই সাদা রঙের ফেরেস্তা যে একইভাবে সারাক্ষণ আমার কানের কাছে ফিসফিস করে বলতো সবকিছু একদিন ঠিক হয়ে যাবে । “

হ্যাঁ ওরাও কথা বলতে পারে , ওরাও দুঃখ বোঝে , কেবল ওদের বুঝতে হলে ওদের ভালোবাসতে হয় । ওরা জানে যারা ভালোবাসে তাদের কিভাবে মায়ায় জড়িয়ে রাখতে হয় , প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ফেলে রেখে চলে যায় কিন্তু প্রাণ থাকতে ওরা ছেড়ে যায় না ।

ভাগ্যিস তোরা মানুষ হয়ে জন্মাস নি , ভাগ্যিস বুঝিস না স্বার্থ হিংসা বিশ্বাসঘাতকতা লোভ লালসা । সত্যিই তোরা বড্ড নিষ্পাপ , মনুষ্যত্ব থাকলে তোদের ভালো না বেসে পারা যায় না যে ।

তথ্য ও ছবি ~ সংগৃহীত





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন