আজ সোমবার ২৭/০৪/২০২০ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অফিশিয়ালি সাতক্ষীরা এখনো করোনামুক্ত জেলা।
এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত তার ফেসবুক পোস্টে জানান, শহরের উত্তর কাঠিয়া এলাকার আক্রান্তের নাম মাহমুদ হক হাছান তিনি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকুরী করেন।
তিনি বাড়ি থেকে নিয়মিত যাতায়াত করতেন। রবিবার সকালে তার শরীরের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিলসার্জন বলেন যেহেতু তিনি যশোরে আক্রান্ত হন পরীক্ষা করা হয় যশোরে। তবে তিনি সাতক্ষীরা থেকে যাওয়া আসা করতেন । পজিটিভ আসার পর তিনি হোম আইসোলেশন এ আছেন উত্তর কাটিয়ায়।
যেহেতু নমুনা সংগ্রহ ও রিপোর্ট যশোর থেকে হয়েছে,তাই তাকে অফিসিয়ালি যশোরের রোগী হিসাবে গণ্য করা হচ্ছে।
এছাড়া সাতক্ষীরায় সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ছয় জন মারা গেলেও তাদের চার জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার এবং শনিবার মারা যাওয়া দুজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা থেকে মোট ২৮৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে।
৭৭টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।