আগামী ৩ আগস্ট হতে ৯ আগস্ট ২০১৮ পর্যন্ত সপ্তাহব্যাপী রাজ্জাক পার্কে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।।

দ্বারা zime
০ মন্তব্য 348 দর্শন

♣♣♣
নিজস্ব প্রতিবেদকঃ
“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই; নগর -প্রাণ- প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্যকে ধারন করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বৃক্ষ মেলা ২০১৮ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হান্নান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম , সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তালুকদার, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, বরসা’র সহকারি পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ রেজাউল করিম খানসহ বিভিন্ন নার্সারি মালিক। প্রস্তুতি সভায় আগামী ৩ আগস্ট হতে ৯ আগস্ট ২০১৮ সপ্তাহব্যাপী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলা চলবে। এ উপলক্ষে ৩ আগস্ট সকাল ৯ টায় জেলা অফিসার্স ক্লাব হতে এক বর্নাঢ্য শোভাযাত্রা যাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি শহীদ নাজমুল স্বরণী অতিক্রম করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলার উদ্বোধন করা হবে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষ মেলায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।
তথ্যঃভয়েস অফ সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন